সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম কল্লোল মারা গেছেন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট এসএম বকস কল্লোল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । বুধবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব কল্লোলের মৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন, কল্লোল বুধবার তার কলাবাগানের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়। সেখান থেকে তাকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আমাদের সময় পত্রিকা অফিস, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
অ্যাডভোকেট এসএম বকস কল্লোলের স্ত্রী, এক ছেলে, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি যশোর জেলায়। তার মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) পক্ষ থেকে পরিবারের প্রতি শোক জানানো হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
এফএইচ/এমআইএইচএস/জিকেএস