জবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৫ মার্চ ২০২৩
ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজি (ছবি: সংগৃহীত)

চাঁদাবাজির অভিযোগ এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজিসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন মশিউর রহমান নামে এক ব্যবসায়ী।

মামলার অন্য আসামিরা হলেন- ফরহাদ ব্যাপারী, আরশাদ আকাশ, রাসেল চাকলাদার ও টুটুল বিশ্বাস।

বুধবার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে এ মামলা করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে ১৬ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট আসামি ফরহাদ ব্যাপারী বাদীর কাছ থেকে ব্যবসায়ের কথা বলে চার লাখ টাকা ধার নেন এবং ব্যবসায়ে লাভ হলে লভ্যাংশ দেবেন বলে জানান। কিছু দিন পর বাদী আসামির কাছে টাকা চাইলে তিনি জানান, ব্যবসায়ে লোকসান হয়েছে। তবে শিগগির তিনি টাকা ফেরত দেবেন। এরপর ৫ অক্টোবর পাওনা টাকা চাইলে বাদীকে প্রাণনাশের হুমকি দেন ফরহাদ।

এতে আরও বলা হয়, বাদীকে সমস্যা সমাধান করে দেবেন বলে জানান জবি ছাত্রলীগ নেতা ইব্রহিম ফরাজি। এজন্য বাদী মশিউরকে দেখা করতে বলেন। ১৮ নভেম্বর ফরাজির কথামতো তার দেওয়া ঠিকানায় পৌঁছালে আসামিরা তাকে একটি কক্ষের ভেতর নিয়ে গিয়ে মারধর করেন।

এজাহারে বলা হয়, মারধরের সময় আসামি আরশাদ আকাশ পুলিশ পরিচয় দিয়ে বাদীকে পিস্তল ঠেকিয়ে একটি আইফোন ও ১১ হাজার টাকা ছিনিয়ে নেন। তার হাতে পিস্তল দিয়ে ছবি তুলে তার বিরুদ্ধে মামলা দেবেন বলেও হুমকি দেন।

‘আসামিরা বাদী মশিউর রহমানের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আরও দুই লাখ টাকা দাবি করেন। পাশাপাশি এসব বিষয়ে কাউকে কিছু জানালে মিথ্যা মালমা দিয়ে ক্রসফায়ার দেওয়ার হুমকি দেন তারা’ বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

জেএ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।