মাকে গুলি করে হত্যা
সাবেক পৌর মেয়রের ছেলের অস্ত্র মামলার বিচার শুরু

চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়রের ছেলে মাঈনুদ্দীন মো. মাইনুর বিরুদ্ধে অস্ত্র মামলায় বিচার শুরু হয়েছে। বুধবার (৩১ মে) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞার আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
নিজের মাকে গুলি করে হত্যার অভিযোগে মাঈনুদ্দীনের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই অস্ত্র দিয়েই মাঈনুদ্দীন তার মাকে গুলি করে হত্যা করেন বলে আদালতে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আরও পড়ুন: ‘চোখের সামনে মাকে গুলি, বোনকে ধর্ষণ’
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পটিয়ার সাবেক পৌর মেয়র শামসুল আলম মাস্টারের ছেলে মাঈনুদ্দীনের বিরুদ্ধে গুলি ও কার্তুজ উদ্ধারের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ২১ জুন সাক্ষীর জন্য দিন ধার্য রয়েছে।
বর্তমানে কারাগারে রয়েছেন মাঈনুদ্দীন। অভিযোগ গঠনের সময় তাকে আদালতে হাজির করা হয়।
অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১৬ আগস্ট পারিবারিক বিরোধের জেরে মাঈনুদ্দীন তার মা জেসমিন আকতারকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা করেন তার বড় বোন অস্ট্রেলিয়া প্রবাসী শায়লা শারমিন নিপা। মাঈনুদ্দীনের বাড়ি থেকে ১০ রাউন্ড কার্তুজ, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তলের গুলির খোসা এবং একটি ফায়ার করা বুলেটের অংশ উদ্ধার করে পুলিশ। গুলি উদ্ধারের ঘটনায় মাঈনুদ্দীনের বিরুদ্ধে আরেকটি মামলা করে পটিয়া থানা পুলিশ।
আরও পড়ুন: মা-বাবাকে গুলি করে হত্যা করলেন পুলিশ সদস্য
ঘটনার পর ঢাকায় পালিয়ে যাওয়ার সময় নগরীর শাহ আমানত সেতু এলাকায় একটি বাস থেকে মাঈনুদ্দীনকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি গুলিসহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা করে র্যাব।
এমডিআইএইচ/জেডএইচ/জেআইএম