পটিয়ায় ছাত্রলীগ নেতার চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতার চাঁদাবাজির মামলায় বুলবুল হোসেন (৪৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার বুলবুল পটিয়া থানার কোঁলাগাও ইউনিয়নের আবদুল করিমের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে, মামলার বাদী রমিজ উদ্দিন পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুলবুলের পরিবার বলছে, দলীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে বুলবুলকে মামলা দিয়ে গ্রেফতার করানো হয়েছে। এর আগে ২০ সেপ্টেম্বর রাতে রমিজ উদ্দিন বাদী হয়ে প্রতারণা, চুরি ও চাঁদাবাজির অভিযোগে বুলুবুলসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫, ৩৭৯, ৪০৬, ৪২০, ৫০৬(২) ও ২৩ ধারায় অভিযোগ করা হয়। এর মধ্যে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ মামলার অপর দুই আসামি বশিরুল আলম (৬০) ও তার স্ত্রী মর্তুজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জাগো নিউজকে বলেন, ‘একটি চাঁদাবাজির মামলায় বুলবুলকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
ইকবাল হোসেন/এমএএইচ/জিকেএস