প্রধান বিচারপতিকে উপহার দেওয়া তরবারি গেলো সুপ্রিম কোর্ট জাদুঘরে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৪ অক্টোবর ২০২৩
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারি উপহার দেন ডিবিপ্রধান হারুন অর রশীদ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে উপহার দেওয়া তরবারি সুপ্রিম কোর্টের জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ তরবারিটি উপহার দেন প্রধান বিচারপতিকে।

বুধবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

jagonews24

আরও পড়ুন: নবনিযুক্ত প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন ডিবিপ্রধান হারুন 

তিনি বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে দেওয়া উপহারের তরবারিটি সুপ্রিম কোর্টের জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। এর আগেও সুপ্রিম কোর্টের বিচারপতিদের দেওয়া বিভিন্ন উপহার সুপ্রিম কোর্ট জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।

আরও পড়ুন: এখন ডিসি-এসপিরা নৌকার পক্ষে ভোট চায় 

গত বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি-ঢাকা আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারিটি উপহার দেওয়া হয়। বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ প্রধান বিচারপতির হাতে তরবারিটি তুলে দেন।

এফএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।