পিরিয়ডের ব্যথা হার্ট অ্যাটাকের মতোই যন্ত্রণাদায়ক

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৩ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত

পিরিয়ডের সময় সব নারীকে কমবেশি যন্ত্রণাদায়ক ব্যথা সহ্য করতে হয়। পিরিয়ডের ব্যথা কতটা তীব্র হতে পারে সেটাই জানিয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন, কোনো কোনো নারীর পিরিয়ডের ব্যথা এতই তীব্র হয় যে, তা হার্ট অ্যাটাকের ব্যথার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক।

আন্তর্জাতিক একটি ম্যাগাজিনে প্রকাশিত এক প্রবন্ধে লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের প্রজনন স্বাস্থ্যবিষয়ক অধ্যাপক জন গুইলেবাউড দাবি করেছিলেন পিরিয়ডের সময়কাল ব্যথা ‘হার্ট অ্যাটাকের থেকেও খারাপ’ হতে পারে।

তিনি আরও জানান, প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন ‘ডেসোমেনোরিয়া’ নামক পরিস্থিতিতে ভোগেন, যাকে বেদনাদায়ক সময়কাল হিসেবে ধরা হয়। এ সময় ব্যথার তীব্রতা এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক নারী নড়াচড়াও করতে পারেন না। তাদের কাছে মাসের ওই কয়েকটা দিন দুঃস্বপ্নের মতো লাগে। হটব্যাগ, প্যারাসিটামল বা অন্য কোনো পেইনকিলার খেয়ে ব্যথাকে জোর করে চেপে রাখার চেষ্টা করেন। অন্যদিকে গবেষক অলিভিয়া গোল্ডহিল জানান,যন্ত্রণাদায়ক পিরিয়ডের কারণ খুব ভালো করে জানা যায়নি। এই নিয়ে গবেষণার সংখ্যাও খুবই কম।

আর ও পড়ুন

ডিসমেনোরিয়া কি?

পিরিয়ড সময় তলপেটের তীব্র ব্যথাকে ডিসমেনোরিয়া বলা হয়। এটির নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। পিরিয়ডের সময় শরীর প্রোস্টাগ্ল্যান্ডিন নামে এক ধরনের রাসায়নিক তৈরি করে, যা জরায়ুকে সংকুচিত করে। এই সংকোচনের ফলে জরায়ুর পেশিতে অক্সিজেন সরবরাহ কমে যায়, যার ফলে ব্যথা হয়।

পিরয়িডের সময় এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ যে কোষগুলো সাধারণত জরায়ুর মধ্যে তৈরি হওয়ার কথা সেগুলো জরায়ুর বাইরে পেলভিস অঞ্চলে বাড়তে থাকে। এন্ডোমেট্রিওসিস খুবই যন্ত্রণাদায়ক অবস্থা। চিকিৎসার অভাবে এন্ডোমেট্রিওসিস থেকে বন্ধ্যাত্ব হতে পারে। তবে এন্ডোমেট্রিওসিস যে পিরিয়ডের তীব্র ব্যথার একমাত্র কারণ না সেটাও গবেষণায় তুলে ধরা হয়েছে।

অধ্যাপক জন গুইলেবাউড মনে করেন, পিরিয়ডের সময়ে নারীর শরীরে হরমোনের পরিবর্তনের কারণে মেজাজেও ব্যাপক পরিবর্তন আসে। তাই এই সময় নারীদের বিশেষ যত্ন নেওয়া উচিত। এই সময়ে একটু বাড়তি যত্ন ওষুধের চেয়ে বেশি কার্যকরী হয়। এছাড়া ব্যথার পরিমাণ বেশি হলে ডাক্তারদের পরামর্শ নেওয়ার কথাও বলেন তিনি।

সূত্র: দ্য মিরর, হিন্দুস্তান টাইমস

এসএকেওয়াই/কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।