পুরুষরা ঠোঁট সুন্দর রাখবেন যেভাবে
পুরুষদের ঠোঁটের যত্ন প্রায়ই অবহেলা করে থাকে। বিশেষ করে যারা ধূমপান করেন, তাদের ঠোঁটে কালচে দাগছোপ পড়ে এবং ঠোঁট ফেটে চামড়া উঠে যায়। ঘন ঘন জিভ বোলানোর অভ্যাস থাকলেও ঠোঁট শুষ্ক ও খসখসে হয়ে যায়, যা দেখতে অসুন্দর লাগে। ঠোঁটের ত্বক স্বভাবতই কোমল, তাই নিয়মিত ও সঠিক যত্ন নেওয়া জরুরি। সামান্য উপকরণ ব্যবহার করেও ঠোঁটের পরিচর্যা করা সম্ভব, ফলে তা সুন্দর ও মসৃণ হয়ে উঠবে।
স্ক্রাব ব্যবহার
ঠোঁটের যত্ন নিতে সহজ ঘরোয়া উপায় হলো স্ক্রাব ব্যবহার করা। এর জন্য একটি টেবিল চামচ মধু, এক টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে এই মিশ্রণটি অল্প পরিমাণে ঠোঁটে ঘষুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ধূমপানের কারণে ঠোঁটে জমে থাকা কালচে দাগছোপ উঠে যাবে এবং ঠোঁট হবে নরম ও মসৃণ।
হাইড্রেটেড রাখতে লিপ মাস্ক
ঠোঁটকে হাইড্রেটেড রাখতে লিপ মাস্ক ব্যবহার করা যেতে পারে। ঘরোয়া উপায়েও এটি বানানো সম্ভব।
১. দুধের সর ঠোঁটের স্বাভাবিক গোলাপি রঙ ফিরিয়ে আনতে কার্যকর। প্রাচীনকাল থেকেই এই পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। দুধের সরের সঙ্গে সামান্য মধু মিশিয়ে ঠোঁটে লাগালে দিনে কয়েকবার ব্যবহারেই কিছুদিনের মধ্যে ঠোঁটের হারানো উজ্জ্বলতা ফিরে আসে।
২. বিটরুট ঠোঁটের রঙ উজ্জ্বল করতে সাহায্য করে। এর তাজা রস ঠোঁটে লাগালে স্বাভাবিকভাবে লালিমা আসে এবং ঠোঁটের কালচে ভাব কমে যায়। এতে ঠোঁট দেখায় সুস্থ ও প্রাণবন্ত।
বাজারের লিপ বামে অনেক রাসায়নিক থাকে, যা ঠোঁটের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বাড়িতেই ভেষজ লিপ বাম তৈরি করা ভালো। একটি পাত্রে নারিকেল তেল ও পেট্রোলিয়াম জেলি একসঙ্গে গরম করুন। উপাদানগুলো গলে মিশে ঘন হয়ে এলে, ঠান্ডা করে ঠোঁটে লাগান। এতে ঠোঁট থাকবে নরম, মসৃণ এবং রাসায়নিকমুক্ত।
সূত্র: মিডিয়াম, টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন:
শীতের শুষ্কতায় ত্বকের সেরা সঙ্গী গ্লিসারিন নাকি জেলি?
গায়েহলুদে মুখের হলুদ ছোপ এড়ানোর সঠিক উপায়
এসএকেওয়াই/এমএস