ঘূর্ণিঝড়ের সময় সুরক্ষিত থাকবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৬ মে ২০২১

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই ইয়াসের। তবে এর প্রভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।

গতবছরই আছড়ে পড়েছিল প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। তবে ঘূর্ণিঝড় যখনই আসুক না কেন, নিজেদের সুরক্ষিত রাখতে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন ঘূর্ণিঝড় মোকাবিলায় কী করবেন ও কী করবেন না-

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড়ের সময় যা করবেন-

>> ঘূর্ণিঝড় সময় সরকারের পক্ষ থেকে জারি করা সতর্কতা মেনে চলুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> কোনো ধরনের গুজবে কান দেবেন না। রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন।

>> প্রয়োজনীয় ওষুধ, খাবার, জিনিসপত্র, পানি সংগ্রহ করে রাখুন। পোশাক প্রস্তুত রাখুন।

>> মোবাইল, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, এমার্জেন্সি লাইট, এলো আগে থেকে ফুল চার্জ করে রাখুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> আগে থেকে টর্চ, মোমবাতির বন্দোবস্ত করে রাখতে হবে।

>> জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখুনি।

>> ঝড়-বৃষ্টির সময় রাস্তায়, গাছের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে, বৈদ্যুতিক স্তম্ভ ভেঙে পড়ে। এগুলোর দিকে খেয়াল রাখুন। ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন।

বিজ্ঞাপন

jagonews24

ঘূর্ণিঝড়ের সময় যেসব কাজ করবেন না-

>> এ সময় মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না। নিরাপদ জায়গায় নৌকা বেঁধে রাখুন।

বিজ্ঞাপন

>> ঝড়ের সময় শত প্রয়োজনেও বাড়ি থেকে ভুলেও বের হবেন না।

>> গৃহপালিত পশুকে বেঁধে রাখবেন না।

>> কাঁচা বাড়ি, খড়ের চালের ঘর, ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে না থাকাই ভালো। নিরাপদ পাকা বাড়িতে থাকুন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

>> দুশ্চিন্তাগ্রস্ত হবে না বরং বিপদের সময় আতঙ্কিত হয়ে মানসিক চাপ বাড়াবেন না।

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।