ফ্যাশনে সুতি শাড়ি


প্রকাশিত: ০৭:১১ এএম, ১৬ অক্টোবর ২০১৬

শাড়ির বৈচিত্র্যর কথা এলে সুতি শাড়ির কোনো জুড়ি নেই। সুতি শাড়ি পরা ও রং বাছাইয়ে প্রতিটি নারীর মনে একটু খটকা থেকেই যায়। এ জন্য অনেকেই নিজের পছন্দের সুতি শাড়িটি বাছাই করতে পারেন না। মনে রাখবেন, সুতি শাড়ি নানা রকমের হয়। যেমন- তাঁত, কোটা, চেক এবং জামদানি। আঁচল এবং পাড়ের ধরনও থাকে ভিন্নতা। আবার সুতি শাড়িতে ব্লকপ্রিন্ট, বাটিক, স্ক্রিনপ্রিন্ট, ভেজিটেবল ডাই, এমব্রয়ডারি করে আনা হয় রকমফের বৈচিত্র্য। সুতি শাড়ি কেবল ঐতিহ্যবাহীই নয়, স্টাইলিশও বটে।

আরামে সুতি শাড়ি
বাঙালি নারীর সাজের পূর্ণতা কেবল শাড়িতে। ব্যস্ততার কারণে অনেকে শাড়ি এড়িয়ে চলেন। তবে এখন সময় পাল্টেছে। তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরাই এখন নিজেকে রাঙিয়ে তোলেন বৈচিত্র্যময় শাড়িতে। অনেকেই কর্মস্থলে শাড়ি পরেন। তাছাড়া পার্টি কিংবা টুগেদার সব ধরনের আনুষ্ঠানিকতায় নারীর প্রথম পছন্দ শাড়ি। এক্ষেত্রে সময়টাও বিবেচনায় রাখতে হবে। গরমে আরামের শাড়ি হিসেবে বেছে নিতে পারেন পছন্দের সুতি শাড়ি। সুতি কাপড়ে বাতাস চলাচল করতে পারে এবং সহজে ঘাম শুষে নেয়। ফলে কড়া রোদেও আপনি থাকতে পারেন ঝামেলামুক্ত। এ ছাড়া গরম কম, বৃষ্টিস্নাত দিনেও নিজেকে রাঙাতে পারেন সুতি শাড়িতে। আরামদায়ক সুতি শাড়ি নতুনত্ব এনে দেবে আপনার সাজে।

বৈচিত্র্যময় সুতি শাড়ি
যুগ যুগ ধরে বাঙালির উৎসব থেকে শুরু করে নিত্যদিনের ব্যবহারে সুতির শাড়ি শুধু নির্ভরতার প্রতীকই নয় বরং এই শাড়ি এখন ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। সুতি শাড়ি যেমন আরামদায়ক, তেমনি এর রূপ ও রং বৈচিত্র্যে সব বয়সীদের জন্য মানানসই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সুতির শাড়ির আঁচল এবং পাড়ে নানা বৈচিত্র্য নিয়ে আসে বিভিন্ন ফ্যাশন হাউস। এ ছাড়া কুচিতেও থাকছে আলাদা ডিজাইন। এসব সুতির শাড়িতে থাকছে বাহারি নকশা। বিভিন্ন ফ্যাশন ডিজাইনাররা বর্তমানে সুতি শাড়িতে এনেছেন কাঁথা স্টিচ, ফুলেল ও জামদানি প্রিন্ট, কুচি প্রিন্ট, অ্যাপ্লিক, গুজরাটি কাজের মতো বাহারি নকশা। এ ছাড়াও তারা ফ্যাশনে এনেছেন কোটা, নেট সুতি ও ফাইন সুতির কিছু শাড়ি। সুতির মতোই দেখাবে এবং আরামদায়ক এমন হাফ সিল্কের শাড়িও রয়েছে।

কোথায় পাবেন
বাজারে বিভিন্ন দামের ও মানের সুতি শাড়ি রয়েছে। দেশীয় ফ্যাশর ঘর, বিবিয়ানা, সাদা-কালো, দেশাল, দেশী দশ, কে-ক্রাফট, অঞ্জনস, নগরদোলা, যাত্রা, অরণ্য, বাংলার মেলা ইত্যাদিতে বিভিন্ন ধরনের সুতি শাড়ি পাওয়া যাবে। আজিজ সুপার মার্কেটের বিভিন্ন ফ্যাশন হাউসে পাওয়া যাবে সুতি শাড়ির সম্ভার। দামের ক্ষেত্রেও সুতি শাড়ি গ্রাহকদের হাতের নাগালে। ৫ হাজার থেকে ৬ হাজার টাকায় পেয়ে যাবেন বিভিন্ন মানের সুতি শাড়ি। তাঁতের ডিজাইনের শাড়িগুলোর দাম পড়বে সাড়ে ৬০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। ব্লক করা শাড়ি ও অ্যাপ্লিক, এম্ব্রয়ডারি করা শাড়ির দাম পড়বে দাম ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।