ফ্রিজে রাখবেন না যেসব খাবার
খাবার দীর্ঘদিন ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হিসেবে আমরা প্রায় সবাই ফ্রিজের ওপর ভরসা করি। ব্যস্ত জীবনে এটি নিঃসন্দেহে বড় সহায়ক। কিন্তু সব খাবারের জন্য ঠান্ডা পরিবেশ আদর্শ এমন ধারণা পুরোপুরি ঠিক নয়। বরং কিছু খাবার ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়, পুষ্টিগুণ কমে যায়, এমনকি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। প্রতিদিনের রান্নাঘরের এমন কিছু পরিচিত খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলো ফ্রিজে না রাখাই বুদ্ধিমানের কাজ।

পেঁয়াজ: পেঁয়াজের ক্ষেত্রে ঠান্ডা পরিবেশ একেবারেই উপযুক্ত নয়। ফ্রিজে রাখলে পেঁয়াজের ভেতরে আর্দ্রতা জমে যায়, যা দ্রুত পচনের কারণ হতে পারে। ভালো রাখতে চাইলে খোলা, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা দরকার। আর আলুর সঙ্গে পেঁয়াজ একসঙ্গে রাখার অভ্যাসও বাদ দিন এতে দুটিই দ্রুত নষ্ট হয়।

আলু: বাংলার রান্নাঘরে আলু যেন অপরিহার্য। ঝোল, ভাজি, ভর্তা সবখানেই তার রাজত্ব। কিন্তু এই বহুল ব্যবহৃত সবজিটি ফ্রিজে রাখাই সবচেয়ে বড় ভুল। ঠান্ডা তাপমাত্রায় আলুর ভেতরের স্টার্চ দ্রুত চিনিতে রূপ নেয়, ফলে রান্নার সময় স্বাদ বদলে যায় এবং আলু অস্বাভাবিকভাবে শক্ত হয়ে ওঠে। আলু ভালো রাখতে হলে ফ্রিজ নয়, বরং আলো-বাতাস থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা নয় এমন জায়গায় রাখাই সবচেয়ে নিরাপদ।

কলা: ফ্রিজে রাখা কলার খোসা কালচে হয়ে যাওয়ার দৃশ্য অনেকেরই পরিচিত। আসলে ঠান্ডা পরিবেশ কলার স্বাভাবিক পাকাপ্রক্রিয়াকে ব্যাহত করে। ফলে বাইরে থেকে পাকা মনে হলেও ভেতরের স্বাদ ঠিক থাকে না। কলা কিনে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে ধীরে ধীরে প্রাকৃতিকভাবে পাকে এবং পুষ্টিগুণও অটুট থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণসহ নানা উপকার পেতে চাইলে কলাকে ফ্রিজের বাইরে রাখাই শ্রেয়।

তরমুজ: গরমের দিনে ঠান্ডা তরমুজ খাওয়ার লোভ সামলানো কঠিন। তবে আস্ত তরমুজ ফ্রিজে রাখা হলে তার স্বাভাবিক গঠন ও স্বাদ দ্রুত নষ্ট হতে পারে। রেফ্রিজারেশনের কারণে তরমুজের ভেতরের কোষ ক্ষতিগ্রস্ত হয়, ফলে পচন ধরার আশঙ্কা বাড়ে। পুরো তরমুজ কিনলে দ্রুত কেটে খাওয়াই ভালো। সংরক্ষণ করতে হলে ঠান্ডা নয়, বরং স্বাভাবিক তাপমাত্রাই বেশি উপযোগী।

কফি: অনেকেই ভাবেন, কফি ফ্রিজে রাখলে তা বেশি দিন ভালো থাকে। বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। ফ্রিজের ভেতরের আর্দ্রতা ও বিভিন্ন খাবারের গন্ধ কফির স্বাদ নষ্ট করে দেয়। কফির সতেজতা ধরে রাখতে হলে এটি বায়ুরোধী পাত্রে, শুষ্ক ও ঠান্ডা নয় এমন জায়গায় রাখাই সবচেয়ে ভালো উপায়।
ফ্রিজ অবশ্যই প্রয়োজনীয় একটি যন্ত্র, কিন্তু সব খাবারের জন্য এটি সমাধান নয়। কোন খাবার কোথায় রাখা উচিত এই সামান্য সচেতনতাই খাবারের স্বাদ, পুষ্টিগুণ এবং আপনার স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। তাই আজ থেকেই ফ্রিজে রাখার অভ্যাস একটু ভেবে-চিন্তে গড়ে তুলুন।
জেএস/