রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে: প্রেস সচিব

দেশের মুদ্রাস্ফীতি ক্রমেই নিয়ন্ত্রণে আসছে। সেই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তদন্ত রিপোর্টে আপনারা দেখবেন, কীভাবে জুলাই-আগস্টে গুম, খুন করেছে শেখ হাসিনা। সেই রিপোর্ট দেখতে পাবেন।
আওয়ামী লীগের ১৫ বছরে আড়াই লাখ কোটি টাকা পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকগুলো থেকে সম্পূর্ণ টাকা লুটপাট করা হয়েছে। কিন্তু আমরা কোনো ব্যাংকের অবসায়ন হতে দেইনি। প্রত্যেক গ্রাহক তাদের টাকা ফেরত পাচ্ছে। আমরা কোনো ব্যাংক বন্ধ হতে দেইনি।
ব্যাংকগুলো তাদের সম্পূর্ণ সুস্থতা ফেরত পাবে। আমাদের রিজার্ভের দিকে দেখেন, প্রচুর প্রাইভেট কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করে তাদের লভ্যাংশ নিতে পারেনি। এর ফলে আদানিসহ বিভিন্ন কোম্পানি বাংলাদেশের কাছে প্রচুর টাকা পেত।
আরও পড়ুন
- সারাদেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার
- শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের ফলেই এ পরিস্থিতি
তিনি বলেন, ইত্তেহাদ এয়ারলাইনসের মতো বড় প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সে টাকাগুলো দেওয়া হচ্ছে। সাড়ে চার বিলিয়ন ডলারের মধ্যে আমরা চার বিলিয়ন ডলার ফেরত দিয়েছি। এই টাকা দেওয়ার পরেও আমাদের রিজার্ভ ২০ মিলিয়ন ডলারের নিচে নামেনি। আমরা বলবো, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
গত মাসে মুদ্রাস্ফীতি ১ শতাংশ কমেছে জানিয়ে তিনি বলেন, জুলাই নাগাদ ৭-৮ শতাংশে নেমে আসবে। জনজীবনে স্বস্তি ফিরে আসবে। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও এমন আভাস দিয়েছেন। মুদ্রাস্ফীতি ক্রমেই কমে আসবে। বিশেষ করে পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে। মুদ্রাস্ফীতি কমে আসার ফলে জনজীবনে স্বস্তি ফিরে আসছে।
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের বিষয়ে প্রেস সচিব বলেন, ৩২ এর ব্যাপারে আমরা তিনটা স্টেটমেন্ট দিয়েছি। প্রফেসর ইউনূস বলেছেন, সবাইকে শান্ত হওয়ার জন্য। অলরেডি জনগণ শান্ত হয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি। আর সাভারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এসআরএস/এমএইচআর