ওয়াপদা ক্রসিংয়ে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৯ মার্চ ২০২৫

রামপুরা ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে নতুন ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৯ র্মাচ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় বলা হয়, প্রতিদিন সকাল এবং বিকেলের পিক আওয়ারে রামপুরা ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে আগামী ১২ র্মাচ থেকে ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এক্ষেত্রে ওই এলাকার যানবাহনসমূহকে চলাচলের জন্য নিম্নেবর্ণিত নির্দেশনা (সংযুক্ত স্কেচ ম্যাপ অনুযায়ী) অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

১। ওয়াপদা ফিডার রোড থেকে মালিবাগ রেল ক্রসিংগামী যানবাহনসমূহ ডানে মোড় নেওয়ার পরিবর্তে বামে মোড় নিয়ে উত্তরে গিয়ে সোনালী ব্যাংক ক্রসিং থেকে ইউটার্ন করে মালিবাগ রেল ক্রসিংয়ের দিকে যাবে।

২। ডিআইটি রোডে রামপুরা ব্রিজ থেকে ওয়াপদা ফিডার রোডে গমনকারী যানবাহনসমূহ ওয়াপদা ক্রসিংয়ে রাইট টার্ন এর পরিবর্তে আরও দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে ওয়াপদা রোডে প্রবেশ করবে।

৩। ওয়াপদা ক্রসিং এর পূর্ব পাশের ফিডার রোড (পোস্ট অফিসের গলি) এর যানবাহনসমূহ ডিআইটি রোড হয়ে উত্তর দিকে যেতে হলে ওয়াপদা ক্রসিংয়ে রাইট টার্নের পরিবর্তে দক্ষিণ দিকে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে রামপুরা ব্রিজের দিকে যাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে বর্ণিত নির্দেশনা অনুযায়ী উক্ত এলাকায় চলাচলের জন্য সম্মানিত নাগরিক ও যানবাহন চালকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

কেআর/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।