বিচার বিভাগের সংস্কার শিগগির শুরু: রিজওয়ানা হাসান

ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন অচিরেই শুরু হবে। বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যমান সিআরপিসিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
- আরও পড়ুন
- যে সংস্কারে জাতির কল্যাণ হয় সেটিই বিবেচনা করা হবে
- ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে আগুন: আ’লীগ-ছাত্রলীগের ৬ নেতা আটক
বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে টেলিফোনে বা খুদে বার্তাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমন জারি হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।
এমইউ/কেএসআর/জিকেএস