নয়তলার বেলকনি থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু
রাজধানীর পশ্চিম ধানমন্ডির একটি নয়তলা ভবনের বেলকনি থেকে পড়ে আকলিমা আক্তার (১২) নামে এক শিশু গৃহকর্মী মারা গেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা আব্দুর রশিদ বলেন, তিন-চারদিন আগে নাজমা বেগম নামের এক পূর্বপরিচিত ওই শিশুটিকে আমাদের বাসায় কাজের জন্য নিয়ে আসেন। আমি বলি ওর আইডি কার্ড লাগবে, বাসার ঠিকানা লাগবে। তখন নাজমা বেগম আমাকে বলেন- ‘ভাই, শিশুটি রায়েরবাজার হাই স্কুলের ঢালে কান্না করছিল। আমাকে দেখে বলছিল- তাকে যেন কোনো একটা বাসায় কাজে লাগিয়ে দিই। ওর কান্না দেখে আমি আপনার কাছে নিয়ে এসেছি। আপনি তো এর আগেও কয়েকজন মেয়েকে বাসায় রেখে বড় করে তাদের বিয়েও দিয়েছেন। এই ভরসায় আপনার কাছে নিয়ে এলাম। ও (শিশুটি) খুব গরিব, ওর কেউ নেই। দেশের বাড়ি কোথায় সেটাও বলতে পারে না।’
আব্দুর রশিদ বলেন, নাজমা বেগমের সব কথা শোনার পর আমি শিশুটিকে কিছুদিনের জন্য আমার বাসায় থাকার বিষয়ে সম্মতি দিই।
তিনি বলেন, আজ বিকেলে আমার স্ত্রী আমাদের অন্য আরেক কাজের মেয়েকে নিয়ে ঘরে বসে টিভি দেখছিল। ওই সময় আকলিমা বারান্দা থেকে নিচে পড়ে যায়। আমরা তখন কেউ বিষয়টি টের পাইনি। পরে দারোয়ান জানালে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর/এমএস