চাঁদা না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৫২ পিএম, ০২ আগস্ট ২০২৫
ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা, ইনসেটে ব্যবসায়ী ইউনুস

চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার উত্তর মোহরা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী ইউনুস।

শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উত্তর মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে একটি চক্র ইউনুসের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ৪-৫ জনের একটি দল তার বাসায় হামলা চালায়। দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউনুস ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্কিত হয়ে পড়ে।

এ বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। হামলাকারী কারা এখনো শনাক্ত হয়নি। আমাদের টিম হামলার সঙ্গে জড়িতদের ধরতে ও শনাক্ত করতে কাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।