ঢাকার ১০ পয়েন্টে বুধবার গুম-খুন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১১ নভেম্বর ২০২৫

ঢাকার ১০টি পয়েন্টে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী করা হবে। আগামীকাল ১২ নভেম্বর (বুধবার) রাজধানীর বিভিন্ন এলাকার ১০টি স্পটে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী করা হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজস করা হয়েছে।

যে ১০ স্পটে হবে প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যাত্রাবাড়ী পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, বাহাদুর শাহ পার্ক, মিরপুর, পল্লবী (দাফন দেয়ার মাঠ), উত্তরা ৩ নম্বর সেক্টর মুক্তমঞ্চ, উত্তরা জমজম টাওয়ার, মোহাম্মদপুর টাউন হল মাঠ, হাতিরঝিল এমপিথিয়েটার ও হাতিরঝিল রামপুরা প্রান্ত।

সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলবে জুলাইয়ের গান।

এমইউ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।