কৌশলে বের হয়ে এসেছি : রিজভী
নিজের রাজনৈতিক কৌশলে অ্যাপোলো হাসপাতাল থেকে বের হয়ে এসেছেন বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি বাসায় সংবাদ সম্মেলন করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি আমার রাজনৈতিক কৌশলে সেখান থেকে বের হয়ে এসেছি।’ ক্ষমতাসীন সরকার খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে পিপার স্প্রে করা হয়েছে। ওই দিনের পর থেকে এখনো তিনি অসুস্থ অবস্থায় আছেন।
চলমান অবরোধের বিষয়ে তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।’