খিলগাঁওয়ে ৪ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ১১ জানুয়ারি ২০১৫

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার একটি বাড়িতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর ছয়টায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মিজানুর রহমান (৫০), তার স্ত্রী বিলকিস বেগম (৪০), ছেলে বিপ্লব (১৬) ও বেলাল (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার ভোর ছয়টার দিকে চারজন যুবক ওই বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় বাড়ির অন্য ভাড়াটিয়ারা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

মিজানুর রহমান (৫০) একটি হাকিমি দাওয়ানাখানার মালিক। ছেলে বিপ্লব আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ও বেলাল (১২) কদমতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তারা গোড়ানে নয়ন মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।