দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে


প্রকাশিত: ০২:১৪ এএম, ২২ জানুয়ারি ২০১৫

চলমান অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ঢাকা ও খুলনা বিভাগে টানা ৪৮ ঘণ্টার হরতাল দ্বিতীয় দিনের মতো চলছে।

ঢাকা বিভাগের ১৭ এবং খুলনা বিভাগের ১০ জেলায় বুধবার ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে। চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

বিএনপির ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই ঢাকাসহ খুলনা বিভাগে ডাকা ৪৮ ঘণ্টা হরতালে নাশকতা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে ৪৮ ঘণ্টার এই হরতালের ডাক দেয় বিএনপি।

দলটির ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই এ হরতাল কর্মসূচি পালনে সকলের প্রতি আহবান জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।