আহত শিশুটিও আশঙ্কামুক্ত নয়


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

রাজধানীর দক্ষিণখান আশকোনায় হাজিক্যাম্পের কাছে একটি জঙ্গি আস্তানায় নিজের শরীরে থাকা গ্রেনেডের বিস্ফোরণে নিহত নারীর (৩৫) সঙ্গে যে শিশুটি আহত হয়েছিল সে আশঙ্কামুক্ত নয়।

বোমার আঘাতে তার খাদ্যনালী ফুটো হয়ে গেছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন।

রোববার হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগের আবাসিক চিকিৎসক সার্জন জেসমিন নাহার এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার পাঁচ ঘণ্টাব্যাপী তার পেটে অস্ত্রোপচার হয়। বোমার আঘাতে তার পেটে ১০ থেকে ১২টি ফুটো হয়।

অস্ত্রোপচার করে শিশুটিকে বাঁচিয়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জানা যায়, শিশুটির নাম সাবিনা (৭)। সে জঙ্গি ইকবালের মেয়ে।

উল্লেখ্য, শনিবার মধ্যরাত থেকে দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার ৫০নং বাসাটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। পরে সকালের দিকে আত্মসমর্পণের কথা বলা হলে দুই শিশুকে নিয়ে ওই বাসাটি থেকে দুই নারী বেরিয়ে আসেন। এদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জাহিদের স্ত্রী। অন্যজন পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

পরে আবারো আত্মসমর্পণের কথা বলা হলে এক নারী শিশুসহ বেরিয়ে এসে নিজের শরীরে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এতে ওই শিশুও আহত হয়। আশকোনার ঘটনায় মোট দুইজন নিহত হন।

এমইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।