লক্ষীপুরে গুলিবিদ্ধ শিবিরকর্মীর মৃত্যু


প্রকাশিত: ০৮:০৮ এএম, ১১ মার্চ ২০১৫

লক্ষ্মীপুর জেলার কমলনগরে পুলিশের গুলিতে আহত শিবিরকর্মী মো. আরিফের (২৬) মৃত্যু হয়েছে। নিহত আরিফ উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। বুধবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, গত ১ মার্চ রোববার গভীর রাতে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের এলাকায় জামায়াত-শিবির কর্মীরদের আটক করতে গেলে পুলিশের ওপর হামলা হয়। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে দু’জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরিফ পুলিশ হেফাজতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেইউ/এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।