সালাহ উদ্দিনকে ফেরত চান আইনজীবীরা


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৪ মার্চ ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত চেয়েছেন আইনজীবীরা। অন্যথায় রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। শনিবার দুপুর সাড়ে ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, যে সরকার দেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসা থেকে তুলে নিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

খন্দকার মাহবুব বলেন, সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ফেরত চাই। অন্যথায় আইনজীবীরা একত্রিত হয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।