প্রধানমন্ত্রীর ফুল ও মিষ্টি পেলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। সঙ্গে পেয়েছেন মিষ্টিও।
রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেটে অবস্থিত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও প্রটোকল অফিসার খুরশিদ আলম।
প্রতিবছরই এ দিনটিতে মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল মিষ্টি পাঠান প্রধানমন্ত্রী। প্রতিটি ঈদসহ জাতীয় দিবসগুলোতেই তাদের শুভেচ্ছা পাঠান তিনি।
উল্লেখ্য, ১৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা টাওয়ার-১-এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৮০টি পরিবারের জন্য দোকান ও ফ্ল্যাট রয়েছে।
এইউএ/এনএফ/এমএস