পোরশের মালিক ইংল্যান্ড প্রবাসী


প্রকাশিত: ১১:২০ এএম, ১০ এপ্রিল ২০১৭

রাজধানীর হাতিরঝিল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিলাসবহুল পোরশে গাড়িটির মালিক ফরিদা রশিদ নামে এক ইংল্যান্ড প্রবাসী।

তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। ২০১০ সালে ইংল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়িটি দেশে নিয়ে আসা হয়। এর দাম প্রায় দুই কোটি টাকা। ৩২ সিসি পোরশে কায়ানে ৯৫৫ মডেলের গাড়িটি ২০০৫ সালে তৈরি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শরীফ আল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারনেট সুবিধায় গাড়িটি আনা হয়েছিল। তবে রেজিস্ট্রেশন করা হয়নি। গ্যারেজ নম্বরে গাড়িটি চলছিল।

গাড়িটি জব্দের সময় এর চাবি ভেতরে পাওয়া যায় এবং ড্রাইভারের সিটে একটি চিঠিও পাওয়া যায়। সেই চিটিতে মালিকের পরিচয় ছিল না।

উল্লেখ্য, হাতিরঝিল থেকে সোমবার সকালে পরিত্যক্ত অবস্থায় বিলাসবহুল গাড়িটি জব্দ করে শুল্ক-গোয়েন্দা কর্তৃপক্ষ। গাড়ির ভেতরে চাবি ও চিঠি পাওয়া যায়।

জেইউ/জেএইচ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।