হাতিরঝিলে বিলাসবহুল গাড়ি জব্দ


প্রকাশিত: ০৫:১৫ এএম, ১০ এপ্রিল ২০১৭

রাজধানীর হাতিরঝিল থেকে সোমবার সকালে পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক-গোয়েন্দা কর্তৃপক্ষ। গাড়ির ভেতরে চাবি ও চিঠি পাওয়া গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি উদ্ধার করে শুল্ক-গোয়েন্দা কর্মকর্তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে। কে বা কারা এটি ফেলে রেখে গেছেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার মহা-পরিচালক (ডিজি) ড. মইনুল খান। তিনি বলেন, ঘটনাস্থলে উপ-পরিচালক শরীফ আল হাসান রয়েছেন। তিনি গাড়িটির বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শরীফ আল হাসান বলেন, গাড়িতে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিটি সম্ভবত গাড়ির মালিকের। তিনি পরিচয় গোপন করে গাড়িটি ক্রয় করেছিলেন। সম্মানহানির ভয়েই মূলত তিনি গাড়িটি এখানে রেখে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেইউ/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।