৯৭ বাংলাদেশি শিক্ষার্থী পেল ইইউ বৃত্তি


প্রকাশিত: ০৫:১২ এএম, ০৩ জুলাই ২০১৪

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) `ইরাসমাস মান্দুস` প্রোগ্রামের আওতায় বৃত্তি পেল ৯৭ বাংলাদেশি শিক্ষার্থী। এর ফলে এ শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে নানা বিষয়ে বৃত্তির আওতায় বিনা মূল্যে পড়ার সুযোগ পাবে।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর লেকশোর হোটেলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন দেশের উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ইউরোপীয় ইউনিয়ন এ বৃত্তি দিয়ে আসছে।

দুটি বিভাগে এ বৃত্তি দেওয়া হয়েছে। অ্যাকশন-১-এর আওতায় ৪০ বাংলাদেশি শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে। অ্যাকশন-২-এর আওতায় বৃত্তি পেয়েছে ৫৭ বাংলাদেশি। অ্যাকশন-১-এর ৪০ জন শিক্ষার্থী ইউরোপিয়ান মাস্টার্স ও ডক্টরেট করার সুযোগ পাবে। ইউরোপের ২৪টি দেশের মধ্যে ১১টি দেশে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে। বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। একই দেশে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা একে অন্যের সঙ্গে পরিচিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।