কাশ্মীর যাচ্ছেন সালমান খান


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০৯ মে ২০১৫

হিট এন্ড রান মামলায় ৫ বছরের জেল হওয়ার পর জামিন আবেদন করেছিলেন বলিউড অভিনেতা সালমান খান। অবশেষে সে জামিন মঞ্জুর হয়েছে তার। পরবর্তঅ শুনানি ধার্য হয়েছে আগামী ১৫ জুন।

এই সুবাদে আবারো নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন সালমান। দুই একদিনের মধ্যেই উড়াল দিচ্ছেন কাশ্মীরের উদ্দেশ্যে। সেখানে কবীর খান পরিচালিত ‌‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিংয়ে অংশ নিবেন তিনি।

এই ছবির জন্য ভাই পরিচালককে আগামী জুলাই পর্যন্ত সিডিউল দেয়া ছিলো সালমানের। কিন্তু গাড়ী চাপা দিয়ে হত্যা মামলার শুনানিতে অংশ নিতে গত ৬ মে কাশ্মীর থেকে মুম্বাই চলে আসেন এই দাবাং স্টার। মামলার ঝামেলা আপাত মিটিয়ে আবারো তিনি যোগ দিতে যাচ্ছেন বজরঙ্গি ভাইজানের টিমে। এই খবরে আনন্দে ভাসছে ছবির পুরো টিম।

এদিকে বজরঙ্গি ভাইজান ছাড়াও সুরজ বরজাতিয়ার ‌‘প্রেম রতন ধন পায়ো’ নামের একটি ছবিতে অভিনয় করবেন সালমান খান। নায়কের দ্বৈত চরিত্রের এই ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন সোনম কাপুর।

পাশাপাশি আসছে জুলাইয়ে ‘হিরো’ নামের একটি ছবির প্রচারণায় অংশ নিবেন সালমান খান। ছবিটিতে অভিনয় করেছেন আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ ও সুনীল শেঠির মেয়ে আতিয়া।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।