ঢাকায় লিথুয়ানিয়ার অনারারি কনস্যুলেট উদ্বোধন


প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৯ মে ২০১৫

রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে লিথুনিয়ার অনারারি কনস্যুলেট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে এর উদ্বোধন করেন।

বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত (দিল্লিতে নিবাস) লেইমোনাস তালাত কেল্পসা এবং নব নিযুক্ত অনারারি কনসাল মিশাল আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকার মিরপুরে বেগম রোকেয়া সরণির ৮২২/৩ নম্বর ভবনে লিথুয়ানিয়ার অনারারি কনস্যুলেট এর কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়া, বন্ধু প্রতীম দু’দেশের মধ্যে ব্যবসায় বাণিজ্যসহ অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ব্যপক সুযোগ রয়েছে। দু’দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়, বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রফতানি বহুমূখীকরণের মাধ্যমে এ সুযোগের সদ্ব্যব্যবহার করা সম্ভব। তিনি বাংলাদেশে উৎপাদিত রফতানিযোগ্য বিভিন্ন পণ্যাদি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সুবিধাদি, কর রেয়াত, লভ্যাংশ পুঁজি-উৎস দেশে প্রেরণ ইত্যাদি বিষয় বর্ননা করে লিথুয়ানিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ হতে পণ্য আমাদানি ও এখানে বিনিয়োগের আহবান জানান।

অনারারি কনসাল মিশাল আালী বলেন, ২৯২ মিলিয়ন জনসংখ্যার রাষ্ট্র লিথুয়ানিয়ার মাথাপিছু আয় পনের হাজার ৫ শত মার্কিন ডলার। এর সম্প্রসারমান বাজারে বাংলাদেশের জন্য প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের রফতানির সম্ভাবনা রয়েছে। পেট্রোলিয়ামের উপজাত দ্রব্যাদি, সিগারেট, শাকসব্জি, তৈরি পোশাক, জুতাসহ চামড়াজাত অন্যান্য দ্রব্যাদি এবং ওষুধ রফতানির বিরাট সম্ভাবনা রয়েছে বলে মিশাল আলী তার বক্তব্যে বলেন।

লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে বিদ্যমান সম্ভাবনাসমূহ কাজে লাগানোর মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার ফলে ১৯৯১ সালের ৭ সেপ্টেম্বর জন্ম হয় লিথুনিয়া রাষ্ট্রের। বাংলাদেশ ও লিথুনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ২ নভেম্বর ১৯৯২ সালেে।

এসএ/এসএইচএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।