সাত বছর পর টি২০-তে বাংলাদেশ-দ.আফ্রিকা
প্রায় সাত বছর পর ক্রিকেটের ছোট ফরম্যাট টি২০-তে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে রোববার লড়বে এই দু’দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার দুপুর ১টায় মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪২টি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র দু’বার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করার সুযোগ হয়েছে টাইগারদের। দু’টি ম্যাচেই হেরেছিলো বাংলাদেশ।
২০০৭ সালের সেপ্টেম্বরে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে দক্ষিণ আফ্রিকার সাথে দেখা হয় বাংলাদেশের। সংক্ষিপ্ত ফরম্যাটে সেটিই ছিলো দু’দলের প্রথম সাক্ষাৎ। আর ঐ দেখায় জয়ের স্বাদটা পায় প্রোটিয়াসরা। কেপটাউনে ৭ উইকেটে ম্যাচটি জিতে গ্রায়েম স্মিথের দল।
এরপর ২০০৮ সালের নভেম্বরে দ্বিতীয়বারের মত মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সেবার দক্ষিণ আফ্রিকা সফরে যায় বাংলাদেশ। ঐ সফরের একমাত্র টি-২০ ম্যাচে ১২ রানে হারে টাইগাররা।
এরপর আর টি-২০ ফরম্যাটে দেখা হয়নি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার। ফলে প্রায় সাত বছর আবারো ছোট ফরম্যাটে লড়বে দু’দল। দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজের কারণেই মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও প্রোটিয়াসরা।
তবে লড়াই বেশ জমজমাট হবে এমনটাই ধারণা ক্রিকেট ভক্তদের। কারণ বর্তমানে তুখোড় ফর্মে রয়েছে বাংলাদেশ। তবে সেটি ওয়ানডেতে। টি-২০তে সেই ফর্ম বাংলাদেশ প্রদর্শন করতে পারে কি-না, সেটিই এখন দেখার বিষয়। তা প্রর্দশন করতে বেশ কাট-খড় পোড়াতে হবে টাইগারদের। কারণ সামনে যে দক্ষিণ আফ্রিকার মত বড় চ্যালেঞ্জ। সেটি উৎরে যেতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে বাংলাদেশকে।
সেরাটা দিতে প্রস্তত বাংলাদেশ দলও। নিজেদের সর্বশেষ ও একমাত্র টি-২০তে সেটি করেও দেখিয়েছে মাশরাফির দল। গত এপ্রিলে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ের আত্মবিশ্বাস এখনো টাটকা রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ যেখানে আত্মবিশ্বাসী, সেখানে টি-২০ ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো নয়। শেষ পাঁচ ম্যাচে মাত্র ১টি জয় পেয়ে প্রোটিয়াসরা। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই সিরিজেও হেরেছে দক্ষিণ আফ্রিকা।
আরএস/আরআইপি