পাকিস্তানে আইসিসির পরিদর্শন চায় পিসিবি
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পরিদর্শন চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার কার্যক্রম দ্রুত করার লক্ষ্যে পিসিবি এটা চাচ্ছে বলে এক সূত্র জানিয়েছে।
পিসিবি চেয়ারম্যান শাহারিয়ার খান বার্বাডোজে অনুষ্ঠিত আইসিসির বোর্ড মিটিংয়ে বলেন টাস্ক ফোর্স নিজে থেকে এটা করবেনা। আইসিসিকেই এই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। রোববার পিসিবির এক সূত্র ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানায় ‘শাহারিয়ার খান উল্লেখ করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক ব্রেয়ারলি এবং অন্যান্য সদস্যদের পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য প্রথম পদক্ষেপ নিতে হবে।’
উল্লেখ্য, ২০০৯ সালে পাকিস্তান সফরে শ্রীলংকার ক্রিকেটারদের উপর গুলি করা হয়েছিল। এরপর প্রায় ছয় বছর পাকিস্তানে কোন আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি। গত মাসে জিম্বাবুয়ে পাকিস্তান সফর করলে আবার ফিরে আসে সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট। তবে এখনও বড় কোন দেশ পাকিস্তানে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেনি।
আরটি/এমআর/এমএস