রাবিতে এক যুবকের লাশ উদ্ধার


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৭ আগস্ট ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পশ্চিমপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুকবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ার প-৭৬ নম্বর কোয়ার্টারের পিছন থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।

রাবি প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান বলেন, সকালে প-৭৬ নম্বর কোয়ার্টারের দারোয়ান ওই ভবনের পিছনে একজনকে পড়ে থাকতে দেখে।  পরে তিনি ভবনের আবাসিক শিক্ষকদের বিষয়টি জানালে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে।  পরে ঘটনাস্থালে গিয়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।  এসময় তার হাতে লালটেপ জড়ানো পুরাতন হ্যাকজা ব্লেড ও বৈদ্যুতিক তার পাওয়া যায়।  পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত ডাক্তার ঘটনাস্থলে গিয়ে তাকে নিহত বলে নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, এ কোয়ার্টারটির পিছনে তামার বৈদ্যুতিক তার রয়েছে।  ওই তার চুরি করতে এসে ওই ব্যক্তি অসাবধানতাবশত তারের সাথে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, নেশার অর্থ জোগাড় করার জন্য তার চুরি করতে গিয়ে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  নিহতের পরিচয় পাওয়া যায়নি।  খবর পেয়ে লাশটি উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।