খুলনায় শিবির সভাপতিসহ ২৭ নেতাকর্মী জেল হাজতে


প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৭ আগস্ট ২০১৫

খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মিম মিরাজ হুসাইনসহ জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় সোনাডাঙ্গা থানা থেকে তাদের আদালতে হাজির করার পর কারাগারে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

তারা হলেন, খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি মিম মিরাজ হুসাইন, জামায়াত নেতা মাওলানা মুনিরুজ্জামান, শিবির কর্মী আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, ইয়াসিন আলী, এসকে শাহিনুর রহমান, তৌহিদুর রহমান, খায়রুল ইসলাম, মেহেদী হাসান, মাহফুজ আলম, সাইফুল ইসলাম (২), সাইফুল ইসলাম (৩), আল-আমিন, আল-মুজাহিদ, হাবিবুর রহমান, তৌহিদুজ্জামান, হাফেজ জুলকার নাইম, ওমর আলী, হাফিজুর রহমান, মোমাচ্ছিল, ইব্রাহীম খলিলুল্লাহ, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, মাসুম বিল্লাহ, আবু তাহের, আক্তারুজ্জামান ও আব্দুল্লাহেল মারুফ।

এর আগে বৃহস্পতিবার নগরীর সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ঘেরাও করে মোট ১১৯ জনকে আটক করে পুলিশ। পরে ২৭ জনকে রেখে বাকি ছাত্রদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, আটকদের বিরুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) আহমেদ আনোয়ার বাদী হয়ে শুক্রবার নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় ২৭ জনকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাকিরা শিবিরের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলনা- মর্মে প্রমাণের পর তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

আলমগীর হান্নান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।