হবিগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১৫


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৩ আগস্ট ২০১৫

হবিগঞ্জে হত্যা মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ১১ জন পরোয়ানাভুক্ত ও চারজন নিয়মিত মামলার আসামি। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে ডিবি পুলিশ স্ত্রী হত্যা মামলার আসামি জব্বার মিয়েকে (৪৫) গ্রেফতার করেছে। এসময় একই স্থান থেকে অপর একটি মামলায় বিল্লাল মিয়া (৪০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জব্বার ওই উপজেলার দ্বীন মনিপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে এবং বিল্লাল একই গ্রামের হোসেন আলীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

ডিবি পুলিশ জানায়, জব্বার আট বছর আগে একই গ্রামের শঙ্খু রাণী দেব (২২) নামে এক হিন্দু যুবতিকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। পরে তার নতুন নাম দেন মোছা. সোনিয়া খাতুন। বিয়ের পর তাদের দুটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু অজ্ঞাত কারণে ২০১৪ সালের ১৩ জুলাই জব্বার তার কয়েকজন বন্ধুকে নিয়ে স্ত্রী সোনিয়াকে খুন করেন। এ ঘটনায় নিহতের মা রমা রাণী দেব বাদী হয়ে জব্বারসহ আরও চারজনের নাম উল্লখে করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী মনিপুর গ্রাম থেকে মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক নূরুল ইসলামকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের উমর আলীর ছেলে। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।