ফার্মগেটে ২৪ হাজার ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৪ মার্চ ২০১৯

রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে ২৪ হাজার তিনশ ইয়াবাসহ মো. শামীম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-২ এর একটি দল ফার্মগেটের আল রাজী হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল মাদক ব্যবসায়ী শামিমকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২৪ হাজার তিনশ পিস ইয়াবা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে শামীম জানায়, কক্সবাজার, চট্টগ্রাম ও টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে সুকৌশলে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।