বাংলাদেশ-পোল্যান্ড সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৬ মার্চ ২০১৯

পোল্যান্ডের ওয়ারশ’র এশিয়া প্যাসিফিক মিউজিয়ামে বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের শিল্পকর্ম নিয়ে গত ১৪ মার্চ থেকে দুই মাসব্যাপী (১৪ মার্চ থেকে ১৯ মে) একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ওয়ারশ এশিয়া প্যাসিফিক মিউজিয়ামের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকার গ্যালারি চিত্রকের সহযোগিতায় ‘নদীর কূলে কূলে’ শিরোনামে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-পোল্যান্ড সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। এই চিত্র প্রদর্শনী আয়োজন কেবল দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করবে না, বরং পোলিশসহ ইউরোপীয়দের হাজার বছরের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ বাড়বে। সবমিলিয়ে দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনে জোরালো ভূমিকা রাখবে এই আয়োজন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশি চিত্রশিল্পীদের শিল্পকর্মসমূহ পোল্যান্ডে আনা-নেয়ার ব্যাপারে উদ্ভূত জটিলতা ও প্রতিবন্ধকতার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। আগামীতে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে শিল্পীদের আশ্বস্ত করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান, ওয়ারশ এশিয়া প্যাসিফিক মিউজিয়ামের পরিচালক জোয়ানা ওয়াসিলিওসকা, পোল্যান্ডে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ এবং স্থানীয় কাউন্সিলরসহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের ৬৫ জন শিল্পীর ৬৬টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।