৯ দিনে রোগীকে ১০৭৩ ট্যাবলেট সেবন, তদন্ত করে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১ এএম, ২১ জুন ২০১৯

এক রোগীকে ৯ দিনে ১ হাজার ৭৩টি ট্যাবলেট খাওয়ানো বিল দেয়ার সত্যতা যাচাই করতে রাজধানীর ফার্মগেট এলাকার গ্রিন রোডের সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান শুরু হয়েছে। তবে ১০৭৩ ওষুধ খাওয়ানোর বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন। তাই এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন> ৯ দিনে রোগীকে ১০৭৩ ট্যাবলেট সেবন, হাসপাতালে অভিযান

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জাগো নিউজকে বলেন, ‘৯ দিন আগে ভর্তি হওয়া হার্টের এক রোগীকে ১ হাজার ৭৩টি ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে বিল দিয়েছে হাসপাতালটি। একজন রোগীর পক্ষে ৯ দিনে কিভাবে এতগুলো ট্যাবলেট খাওয়া সম্ভব? এ বিষয়ে অভিযোগ পাওয়ায় সত্যতা যাচাইয়ে অভিযানটি চালানো হয়।’

southeast

তবে এই রোগীর সঙ্গে আইসিইউ, ফার্মেসিসহ বিভিন্ন বিভাগ সংশ্লিষ্ট। এসব হিসেব করতে কিছু সময় লাগবে। তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাস্থ্য অধিদফতরকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন বলে জানিয়েছেন ফারুকী।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে হাসপাতালটির ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে ম্যাজিস্ট্রেট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।