ডিএমপির ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ২০ আগস্ট ২০১৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সম্প্রতি এক আদেশে তাদের বদলি করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।

আদেশে ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি মোহাম্মদ সাহেদ মিয়াকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে এবং নিউমার্কেট জোনের এডিসি মোহাম্মাদ আশরাফুল ইসলামকে ক্যান্টনমেন্ট জোনে বদলি করা হয়েছে।

আদেশে ‘জনস্বার্থে’ তাদের বদলি করা হয়েছে, উল্লেখ করে তা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

এআর/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।