আইইডিসিআরকে ২৫ হাজার কিট দিল জ্বালানি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৭ মে ২০২০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) ২৫ হাজার করোনাভাইরাস শনাক্তের কিট হস্তান্তর করা হয়েছে।

গত ১৪ মে এই কিট হস্তান্তর করা হয়েছে বলে রোববার (১৭ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আইইডিসিআরের সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. শারমিন সুলতানা এ কিটগুলো গ্রহণ করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত ফ্রন্ট লাইনে যারা সেবা দিচ্ছেন এমন সদস্য ডাক্তার, নার্স, পুলিশকে সারাদেশে ৪০ হাজার পার্সোনাল প্রকেটশন ইকুইপমেন্ট (পিপিই) দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশের জনগণকে এ ধরনের আরও সহযোগিতা করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরএমএম/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।