২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাড়ে ৩ হাজার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৩ আগস্ট ২০২০
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৯ হাজার ৯১ জনে। করোনার নমুনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৭৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৩ হাজার ৫২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৬৭২ জন, চট্টগ্রামে ৭২০, রংপুরে ১৩০, খুলনায় ১৮৬, বরিশালে ৬১, রাজশাহীতে ১৫৪, সিলেটে ৪৯৭ জন এবং ময়মনসিংহে ১০৪ জন।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি ল্যাবে ১০ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৭৩ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬ জনে।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯৪১ জনে।

এমইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।