নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তার শ্যালকও চলে গেলেন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৩ মার্চ ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কিশোর সাব্বিরের (১৫) মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

মৃত সাব্বির এর আগে এ ঘটনায় মারা যাওয়া বিশালের শ্যালক। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত আরও দুজন এখনও হাসপাতালে ভর্তি।

এর আগে ওই দুর্ঘটনায় আহত ১৮ মাসের শিশু মিনহাজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । আগেরদিন (বৃহস্পতিবার) দুপুর সোয়া ১টার দিকে মাহফুজুল (১২) নামে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়। বুধবার দিবাগত রাতে মারা যান মোহাম্মদ বিশাল নামে আরেক ব্যক্তি।

গত সোমবার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভবনের ছয়তলার বাসিন্দারা কয়েল জ্বালান। এর কিছুক্ষণ পরই পুরো ঘরে আগুন লেগে পরিবারটির ছয়জন দগ্ধ হন।

সে সময় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।