দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে : ডা. শাহাদাত
করোনাভাইরাস সংক্রমণের এই ক্রান্তিকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে, মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২২ মার্চ) বিকেলে নগর কার্যালয় নসিমন ভবনের মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘দেশে চাল, ডাল, তেল, মুরগিসহ খাদ্য সামগ্রীর দাম সীমাহীনভাবে বেড়ে গেছে। অসহায়, হতদরিদ্র ও দিনমজুর মানুষেরা অতিকষ্টে জীবনযাপন করছে। এদিকে সরকারের উদাসীনতার কারণে অসাধু ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। মন্ত্রী-এমপিরা তাদের ব্যবসায়িক স্বার্থে বাজারকে অস্থিতিশীল করার পেছনে ইন্ধন দিচ্ছে। তাই দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। কিন্তু করোনাভাইরাসের মতো এত বড় মহামারির মধ্যেও ক্ষমতাসীনরা সারাদেশে সাজ-সজ্জার নামে হাজার কোটি টাকা অপচয় করছে।’
তিনি আরও বলেন, ‘করোনা এখন আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। টিকা দেয়ার পরও মানুষ আক্রান্ত হচ্ছে। সময়মত কার্যকর পদক্ষেপ না নেয়ার মাশুল হিসেবে করোনার দ্বিতীয় ধাপ অতিক্রম করছি আমরা। সামনে সর্বোচ্চ সতর্ক না হলে সেটা আর সামাল দেয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় না রাখলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।’
সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘রোজা শুরুর আগে থেকেই বাজার অস্থিতিশীল করেছে অসাধু ব্যবসায়ীরা। তারা নানা ভিত্তিহীন অজুহাতে পণ্যের দাম বাড়াচ্ছে। করোনাকালে আয়ের পথ রুদ্ধ হয়ে এমনিতেই সাধারণ মানুষের জীবনযাত্রা করুণ হয়ে উঠেছে। তার ওপর বাজারে মুনাফা শিকারিদের অপতৎপরতা অব্যাহত থাকলে সামনের পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠবে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদিন জিয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, মো. কামরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ।
এআরএ/এএসএম