করোনায় মারা গেলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. ফজলুল হক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২২ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চক্ষু বিভাগের অধ্যাপক ডা. মো. ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি পরিবার-পরিজন, সহকর্মী, বন্ধু, শিক্ষার্থীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

ডা. ফজলুল হক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে যোগদান করেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।

ডা. ফজলুল হকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তারা ফজলুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমইউ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।