বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে যুবককে আটক


প্রকাশিত: ১২:২৭ পিএম, ২১ নভেম্বর ২০১৪

ইন্টারনেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব )। আটককৃত যুবকের নাম  আনোয়ার হোসেন (৩২)।

এ সময় আনোয়ার হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, ছয়টি ককটেল, বেশ কিছু জিহাদি বই, সিমকার্ডসহ তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৩ এর সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, আনোয়ার সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ইন্টারনেটে অপপ্রচার চালাচ্ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।