বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে যুবককে আটক
ইন্টারনেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব )। আটককৃত যুবকের নাম আনোয়ার হোসেন (৩২)।
এ সময় আনোয়ার হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, ছয়টি ককটেল, বেশ কিছু জিহাদি বই, সিমকার্ডসহ তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে জানিয়েছে র্যাব।
র্যাব-৩ এর সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, আনোয়ার সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ইন্টারনেটে অপপ্রচার চালাচ্ছিলেন।