শিশু একাডেমীতে তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ শিশু একাডেমী তার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়াতে দু’দিন ব্যাপী কর্মশালার আয়োজন করে। তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ উন্নয়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালার মঙ্গলবার ছিল সমাপনী দিন। বাংলাদেশ শিশু একাডেমীর গ্রন্থ ভবনের লেকচার থিয়েটার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ৬৪ জেলার কর্মকর্তাসহ কেন্দ্রীয় অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখিত কর্মশালায় উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর উপ-পরিচালক ড. মুনিরা সুলতানা।
সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশ নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সফ্টওয়ার ও প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার।
বাংলদেশ শিশু একাডেমীর জেলা ও উপজেলা কার্যালয়ের মধ্যে যোগাযোগ আরো উন্নত ও গতিশীল করার বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রযুক্তি বিশেষজ্ঞ সালেহ জিল্লুর রহমান ও ওয়েবসাইট সংক্রান্ত বিষয়াদির পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন ওয়েবসাইট ডেভেলপার আরিফুল ইসলাম আরমান। দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন প্রধান গ্রন্থাগারিক রেজিনা আক্তার।