মিডিয়া রাবিশ : অর্থমন্ত্রী


প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৬ নভেম্বর ২০১৪

বেতন ও চাকরি কমিশন-পে কমিশন নিয়ে মিডিয়ার রির্পোটিং এ ক্ষুব্ধ মনোভাব দেখালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, আমি শকড। স্টুপিড রিপোর্টিং হয়েছে। রাবিশ রিপোর্টিং।

বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকের সঙ্গে আলাপকালে ক্ষুব্ধ মনোভাব দেখান। সচিবালয়ে এর আগে মুহিত বৈঠক করেন সফররত এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনকাই ঝাং।

মুহিত বলেন, আই এম শকড। স্টুপিড রিপোর্টিং হয়েছে। আই এম সরি টু ছে, সে সাংবাদিক নয়।

তিনি ব্যাখ্যা করে বলেন, আমি যা বলেছি, তা লিখিত। সেটিও যদি না ধরতে পারে তবে কিভাবে হবে। আমি বলেছি, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আমরা রিপোর্ট পাবো। এরপর নানা প্রক্রিয়া আছে। আর কার্যকর হতে আগামী বছরের জুলাই হয়ে যাবে। অথচ পত্রিকাগুলো কি লিখে দিলো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, রাজনৈতিক সংস্কৃতির কারণে খেলাপি ঋণ বাড়ছে, এটা নিয়ে অর্থ মন্ত্রণালয় কিছু করবে না। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক যা করার করবে।

কৃষি ব্যাংকের খেলাপি ঋণের কারণ হিসেবে এর দূর্বল ব্যবস্থাপনাকে দায়ী করলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।