গাজীপুরের বিপসট পরিদর্শনে নিশা দেশাই


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৪

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি এ বিপসট পরিদর্শন করেন। এ সময় ইনস্টিটিউটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান তাকে স্বাগত জানান।

বিপসট পৌঁছে ইনস্টিটিউট প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন ও বিপসটের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে জাতিসংঘে শান্তি রক্ষা বিষয়ে বিপসটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এসময় বিপসটের সার্বিক কার্যক্রম সম্পর্কে নিশা দেশাইকে অবহিত করা হয়।

নিশা দেশাই বিদ্রোহী দল দ্বারা আক্রান্ত জাতিসংঘের উদ্বাস্তু বেসামরিক লোকদের উদ্ধারের মহড়া প্রত্যক্ষ করেন এবং শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন।

তিনি সাংবাদিকদের বলেন, সারা পৃথিবীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সবচে বড় অংশগ্রহণকারী দেশ। এ কারণে শান্তিরক্ষায় বাংলাদেশ নেতৃত্ব স্থানে রয়েছে। শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে এর মধ্যে ১১৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এজন্য তিনি অশেষ কৃতজ্ঞতা জানান।

বৈঠককালে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাসহ দু’দেশের উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।