হার দিয়ে শুরু হলো সাবিনাদের
ভারতের দুটি শহরে একসঙ্গে শুরু হলো দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। প্রথমদিনই মাঠে নেমেছিল বাংলাদেশ মহিলা ফুটবল দল। কিন্তু প্রতিপক্ষ নেপালের সঙ্গে পেরে উঠলো না সাবিনা খাতুনরা। প্রথম ম্যাচেই তারা হেরেছে ০-৩ গোলের ব্যবধানে। বিজয়ী দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল।
শুরুটা ভালো করার তাগিদ ছিল। ছিল গত এসএ গেমসে হারের প্রতিশোধ নেয়ার বাসনাও। এমন আত্মবিশ্বাস নিয়ে শিলং উড়ে গিয়েছিল বাংলাদেশের নারী ফুটবলররা। কোন লক্ষ্যই পুরন হয়নি বাংলাদেশ নারী ফুটবলারদের। উল্টো নেপালের কাছে হেরে এসএ গেমস শুরু করেছে সাবিনারা।
আজ (শুক্রবার) শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে নেপাল। ফল ২ মিনিটেই এগিয়ে যায় তারা। দীপা অধিকারী গোল করে এগিয়ে দেন নেপালকে। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক অনু লামা (২-০)। ম্যাচের শেষ মুহূর্তে স্কোরলাইন ৩-০ করে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে নেপালের মেয়েরা। গোল করেন নিরু থাপা।
প্রথম ম্যাচে হেরে হোঁচট খেলেও ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশ মহিলা দলের। সেক্ষেত্রে জিততে হবে বাকি ম্যাচগুলো। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশের মেয়েরা।
হারের জন্য দায়ী করা যেতে পারে স্বাগতিক ভারতের ষড়যন্ত্রমূলক খেলার তারিখ ও সময় পরিবর্তনকে। আফগানিস্তান না থাকাতে টুর্নামেন্টের ফরমেটেও এসেছে পরিবর্তন। গ্রুপের পরিবর্তে খেলা হচ্ছে লিগ পদ্ধতিতে। সিঙ্গেল লিগের পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
আইএইচএস/এমএস