মঞ্চে আসছে আমি ও রবীন্দ্রনাথ
বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চার প্রথম প্রয়াস ‘প্রাঙ্গণেমোর’। এ নাট্যদলের কার্যক্রম বাংলাদেশে নিয়মিতভাবে রবীন্দ্র নাট্যচর্চার ক্ষেত্রে নতুন প্রাণসঞ্চার করেছে।
শুধু দেশে নয়, দেশের বাইরেও দর্শক নন্দিত হয়েছে ‘প্রাঙ্গণেমোর’ মঞ্চ নাট্য। এরমধ্যে তারা চারটি নাটক মঞ্চে এনেছে। নাটকগুলো হচ্ছে ‘শ্যামাপ্রেম’, ‘স্বদেশী’, ‘রক্তকরবী’ ও ‘শেষের কবিতা’। যা সবার মাঝে প্রশংসা কুড়িয়েছে।
এদিকে, রবীন্দ্র নাট্যচর্চার সাফল্যের ধারাবাহিকতায় প্রাঙ্গণেমোর নাট্যদল এবার মঞ্চে নিয়ে আসছে নূনা আফরোজের রচনা ও নির্দেশনায় ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি। আগামী ফেব্রুয়ারি ১১ তারিখ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটি উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
জানা গেছে, নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে একই হলে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ : ৩০ মিনিটে।
‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। নূনা আফরোজ নাটকটি নির্দেশনার পাশাপাশি এর পোশাক ও মঞ্চ পরিকল্পনা করেছেন। সঙ্গীত পরিকল্পনায় রামিজ রাজু ও আলোক পরিকল্পনায় তৌফিক রবিন।
এনই/এইচএন/আরআইপি