নতুন রেকর্ড গড়লেন শচীন


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

ক্রিকেট তো ছেড়ে দিয়েছেন সেই কবে! ব্যাট হাতে যতদিন ২২ গজে নেমেছিলেন, ততদিন তার নামই হয়ে গিয়েছিলো রেকর্ডের বরপুত্র। অবসরের পরেও সেই অভ্যাস বদলাননি শচীন রমেশ টেন্ডুলকার। নতুন এক কীর্তি গড়ে ফের লিমকা বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে ফেললেন মাস্টার ব্লাস্টার। ব্যাট-প্যাড শো-কেসে তুলে রাখার পরও কী এমন রেকর্ড গড়ে ফেললেন ভারতীয় লিটল মাস্টার!  

ভাবছেন তাও কিভাবে সম্ভব? আসলে এবার আর ব্যাট হাতে নয়, রেকর্ড গড়েছেন লেখক শচীন। তার আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’- অন্যতম বেস্ট সেলার হিসাবে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

হার্ডব্যাক বা শক্ত কভারসহ বড়দের জন্য যত বই আছে, তার মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে শচীনের আত্মজীবনী। ২০১৪ সালের ৬ নভেম্বর প্রকাশিত হওয়ার পরে ইতিমধ্যে এই বইয়ের ১ লাখ ৫০ হাজার ২৮৯টি কপি বিক্রি হয়েছে।

প্রথম দিনের বিক্রি এবং বুকিংয়ের নিরিখে আগেই ড্যান ব্রাউনের ‘ইনফার্নো’, জে কে রাউলিং-এর ‘ক্যাজুয়াল ভ্যাকেন্সি’-র মতো বইগুলিকে পিছনে ফেলে দিয়েছিল শচীনের আত্মজীবনী। রেকর্ড আর শচীন টেন্ডুলকারকে বোধহয় আলাদা করা মুশকিলই।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।