বোয়ালখালীতে বসতঘর-দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি বসতঘর ও ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) ভোরে ও সকালে উপজেলার পূর্ব কধুরখীল ও পৌরসভার পূর্ব গোমদণ্ডীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন>> ৩০ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আসামি ১২০০

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মং সু নু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মনু ঘোষের বাড়িতে আগুন লাগে। এতে অশোক তালুকদার, উত্তম তালুকদার, দীলিপ তালুকদার, কাজল তালুকদার, মৃদুল তালুকদার, দীপক তালুকদার, বিশু শীল, অমর শীল, শশী শীল ও সুধীর শীলের বসতঘরসহ ১০টি ঘর পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানিয়েছেন।

আরও পড়ুন>> ঘোড়াঘাটে ৩০ বাড়িতে আগুন

এর আগে ভোর ৩টার দিকে পূর্ব কধুরখীল এম ই স্কুলের সামনে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় মালামালসহ ১২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ইকবাল হোসেন/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।